BIDA

Media Release

বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে চায় সৌদি আরব

Oct 16, 2019

বিদ্যুৎ খাতে  বিনিয়োগ করতে চায় সৌদি আরব

১৬ অক্টোবর, ২০১৯, বুধবার   আজ সৌদি ভিত্তিক বিয়াদ কেবল গ্রুপ কোম্পানি এর দুই সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম এর সাথে সাক্ষাৎ  করেন।  

সাক্ষাতকালে, প্রতিনিধিদল বিয়াদ কেবল গ্রুপ কোম্পানি বিশ্বের ৪র্থ  বৃহৎ কেবল উৎপাদন কোম্পানি উল্লেখ করে  বাংলাদেশের বাংলাদেশের ক্রম উন্নতির প্রশংসা করেন । এসময়ে তাঁরা  বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ  খাতে বিপুল বিনিয়োগের আশা প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করেন। 

প্রতিনিধি দলের সাথে মতবিনিয়মকালে বিডা-এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল  ইসলাম বিদ্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বলেন,  বাংলাদেশ  বিনিয়োগের উৎকৃষ্ট জায়গা এবং মানসম্মত পণ্যের বিশাল বাজার,  সেই সাথে রয়েছে শতভাগ রপ্তানির সুবিধা ।  তিনি আরো বলেন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বচ্চ সেবা দেওয়ার জন্য বিডা প্রস্তুত। এ সময়ে বিডা এর পরিচালক মোঃ আরিফুল হক ও আইন বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে বিয়াদ কেবল গ্রুপ কোম্পানি এর প্রতিনিধিদল ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন, সফরকালে তাঁরা বিদ্যুৎ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করবেন।

 

 

Recent News