BIDA

Media Release

শুধু উদ্যোক্তা তৈরি নয়, নিজেদের ও উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে

Jul 18, 2021

শুধু উদ্যোক্তা তৈরি নয়, নিজেদের ও উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে

আজ (১৮.০৭.২১, রবিবার) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা)  কর্তৃক গৃহীত “ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয়য়। 

আজ (১৮.০৭.২১, রবিবার) বিডার মাল্টিপারপাস হলে  “ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প” এর সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  সমানপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক জনাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান প্রকল্পের সাফ্যল্যের কথা তুলে ধরে বলেন  “তারুণ্যের শক্তি – বাংলাদেশের সমৃদ্ধি”  শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে দেশ ব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে  ২য় বছর মেয়াদী এ প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রায় ৫০ কোটি টাকা অর্থমূল্যের এ প্রকল্পের অধীনে দেশের ৬৪টি জেলায়  উদ্যোক্তা তৈরীর কার্যক্রম গ্রহণ করা হয়। সদ্য শেষ হওয়া এ প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ২৪,৯০০ জন কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্য ৪,৩৩৭জন নতুন উদ্যোক্তা তাঁদের ব্যাবসায়িক যাত্রা শুরু করেছেন এবং নতুন উদ্যোক্তারা বেসরকারি ভাবে ১০৯৪ কোটি টাকা বিনিয়োগ করেছেন। যা দেশের অর্থনীতিকে আরো দৃঢ় করবে।   

বিডার নির্বাহী সদস্য মিজ মহাসিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম বলেন,  উন্নত বাংলাদেশ গড়তে হলে, চাকুরী করা নয়, চাকুরী দেওয়ার মানসিকতা নিয়ে এগতে হবে। এসময়ে তিনি প্রকল্পের অধীনে ৬৪ জেলার প্রশিক্ষক সমন্বয়ক দের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনরা বিডার মুখ হয়ে  গত দুই বছরে দেশব্যাপী অনেক উদ্যোক্তা তৈরি করেছেন, প্রকল্পের সাথে সাথে আজ আপনাদের ও প্রশিক্ষক সমন্বয়ক হিসাবে দায়িত্ব শেষ হচ্ছে। কোভিড চ্যালেঞ্জ থাকা সত্ত্বেয় সুন্দর ভাবে সার্থক ভাবে আপনাদের জন্যই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভাব হয়েছে। এতদিন আপনারা নিজে উদ্যোক্তা তৈরি করেছেন, এবার নিজেদের উদ্যক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। এসময়ে তিনি আরো বলেন, চাকুরী করা থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো, চাকুরীতে অনেক লিমিটেশন থাকে, কিন্তু উদ্যোক্তাদের থাকে “sky is the limit” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  বিডা’র নির্বাহী সদস্য মিজ পারভিন আকতার , জনাব সঞ্জয় কুমার চৌধুরী, জনাব সাইফুল্লাহ মকবুল মোর্শেদ বক্তব্য রাখেন এসময়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিডার উর্ধত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কদের অভিজ্ঞতা সনদ মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়।

Recent News