BIDA

Media Release

পরিবেশ বান্ধব বিনিয়োগই অর্থনীতির প্রাণঃ বিডা

Oct 06, 2019

পরিবেশ বান্ধব বিনিয়োগই অর্থনীতির প্রাণঃ বিডা

আজ ০৬ অক্টোবর , ২০১৯, রবিবার  বাংলাদেশে নিযুক্ত  বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন,  সুইডিশ রাষ্ট্রদূত শার্লাটা স্ক্লিটার  এবং ডেনিশ রাষ্ট্রদূত উইননি এস্ট্রুপ পিটারসেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন।  

আলোচনাকালে  রাষ্ট্রদূতগণ নরওয়ে-সুইডেন এবং ডেনমার্কের সাথে বাংলাদেশের অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন; অতি অল্প সময়ে বিভিন্ন ক্ষেত্রে  বাংলাদেশ দ্রুত উন্নতি করেছে এবং এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জনেও সঠিক পথে রয়েছে।

এ সময়ে বিডা-এর  নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল   ইসলাম বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে  বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনে  বাংলাদেশ অনেক  সফলতা  পেয়েছে। গত দশ বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি,  মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে । তিনি আরো বলেন “ সফলভাবে এমডিজি অর্জনের পর,  এখন আমরা  এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছি,  আর এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে,  সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে, যার মাধ্যমে  উন্নয়নের অভিমুখে আমাদের আর্থ-সামাজিক অবস্থান দিন দিন আরো দৃঢ় হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত অর্থবছরে আমাদের ছিল প্রবৃদ্ধি ৮.১৩% যা বিশ্বের অন্যতম শীর্ষ এবং আগামীতে এই ধারা আরো বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। “ 

মতবিনিময়কালে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন টেলিকমিউনিকেশন সেক্টরে নরওয়ের বিনিয়োগের কথা গুরুত্বসহকারে তুলে ধরেন এবং আরো বিভিন্ন সেক্টরে বিনিয়োগের লক্ষ্যে বিডার সহযোগিতা চান, এ সময়ে বিডা-এর  নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল  ইসলাম বলেন, “ইজ অফ ডুয়িং বিজনেসে ক্রম উন্নতি করছে বাংলাদেশ,  সম্প্রতি বিশ্বব্যাংকের করা সহজে ব্যবসা করার সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে  উন্নতির তালিকায় শীর্ষ ২০ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।“  তিনি আরো বলেন, বর্তমানে বিডা অনলাইনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে  ২০ টি সেবা দিয়ে থাকে, এই অর্থ বছরেই তা ৫০ উন্নীত করা হবে। এছাড়াও সরাসরি বিদেশি বিনয়োগ বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ডকুমেন্টের ভিত্তিতে সর্বোচ্চ ১৫ দিনে মধ্যে ওয়ার্ক পার্মিট সহ , অনলাইনে ভিসা  প্রদানের কার্যক্রম আরো সহজ করা হয়েছে।

এসময় সুইডিশ রাষ্ট্রদূত শার্লাটা স্ক্লিটার  এবং ডেনিশ রাষ্ট্রদূত উইননি এস্ট্রুপ পিটারসেন  স্বস্থ্যসেবা,  সহজে বিনিয়োগ, ইজ অফ ডুয়িং বিজনেস,  দ্রুতঃরেজিস্ট্রেশন, অবকাঠামো নির্মানসহ বিভিন্ন  বিনিয়োগ সেবা নিয়ে আলোচনা করেন। এর প্রেক্ষিতে  মোঃ সিরাজুল  ইসলাম বলেন  “পরিবেশ বান্ধব বিনিয়োগই অর্থনীতির প্রাণ, আর উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে সব সময়েই  দেশি-বিদেশী বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করবে বিডা ।

 

Recent News