Oct 31, 2019
৩১ অক্টোবর , ২০১৯, বৃহস্পতিবার (সময়ঃ সকাল ১১.০০), আজ বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন (Benoit Prefontaine) ও বাণিজ্য বিষয়ক কাউন্সিলর করিনিন পেট্রিসর (Corinne Petrisor) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে বাংলাদেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে কানাডিয়ান রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন বলেন স্বাধীনতার পর থেকেই কানাডার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ন বাণিজ্য সম্পর্ক রয়েছে এবং উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সঠিক পথেই আছে। সম্প্রতি সময়ে বাংলাদেশে বাণিজ্য পরিবেশ ও অর্থনৈতিক উচ্চ প্রবৃদ্ধি চোখে পড়ার মত , যা কানাডিয়ান ব্যাবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করতে আরো বেশী আগ্রহী করে তুলেছে ।
মতবিনিময় কালে কানাডাকে অন্যতম বন্ধু রাস্ট্র হিসেবে উল্লেখ করে বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, পরিবেশ বান্ধব উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসময়ে তিনি গত দশ বছরে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে , যেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিকমিনিকেশনসহ সব ধরনের বিনিয়োগ সেব অতিদ্রুত দেওয়া সম্ভব। এসময় তাঁরা বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রসহ, লোকাল মার্কেট, বিশ্বব্যাপী শতভাগ রপ্তানির সুবিধা, কর্মসংস্থান, এবং উভয় দেশের ব্যাবসায়ীদের যোগাযোগ বাড়ানো বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের ক্রম উন্নয়নের প্রশংসা করে কানাডার বাণিজ্য বিষয়ক কাউন্সিলর করিনিন পেট্রিসর (Corinne Petrisor) বলেন, অনেক কানাডিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং বালাদেশের এই উন্নয়নে বন্ধু হিসাবে পাশে থাকতে চায় কানাডা। এসময় ধন্যবাদ জানিয়ে বিডা এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ শ্রমবান্ধব এক বিশাল বাজার এবং দিন দিন আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে , যা আগামীতে আরো দ্রুত হবে। ২০৪১ সালের মধ্যে পরিবেশ বান্ধব উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের সব ধরনের সহোগিতার জন্য আমরা প্রস্তুত ।