Sep 01, 2021
প্রতিপাদ্যকে সমানে রেখে আজ ০১ লা সেপ্টেম্বর ২০২১, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। উলেখ্য যে, বাংলাদেশের বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ২০১৬ সালের ০১ সেপ্টেম্বর বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠিত হয়।
বিডা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে , আজ সকাল ১১.০০ ঘটিকায় বিডা’র মাল্টি পারপাস হলে, বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জনাব ড. আহমদ কায়কাউস মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর নির্বাহী চেয়ারম্যান জনাব দুলাল কৃষ্ণ সাহা মহোদয় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধা এবং ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করা হয়। সভাপতির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম বিনিয়োগ বিকাশে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কথা উল্লেখ করে, ৫ বছরে বিডার অগ্রগতি ও অর্জন তুলে ধরেন। এসময়ে তিনি সকলকে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, শুধুমাত্র EoDB, OSS কিংবা বিদেশী বিনিয়োগ প্রমোট করাই বিডার কাজ নয়। বিনিয়োগ বিকাশের লক্ষ্যে স্থানীয় বিনিয়োগ সহ, উন্নত বিনিয়োগ পরিবেশ বিনির্মান, বিশ্বমানের বিনিয়োগ সুযোগ সুবিধা সব দিক দিয়ে সার্বিক ভাবে , সম্লিতভাবে কাজ করতে হবে। আমাদের জনশক্তিকে জনসম্পদ হিসবে সর্বোত্তম ভাবে কাজে লাগাতে হবে। অধিক হারে বিনিয়োগ বিকাশের লক্ষ্যে ডিজিটাল সার্ভিস দিতে হবে এবং একই সাথে গ্রহীতাকেও ডিজিটাল সেবা গ্রহণের মানসিকতা থাকতে হবে। বিশেষ করে আমরা যারা সরকারী কর্মচারী আছি, আমাদের উপরে অর্পিত দায়িত্ব আমাদের সঠিক ভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জনাব ড. আহমদ কায়কাউস মহোদয় পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে বিডার সকল কর্মকর্তা -কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন," গত ১২ বছরে আমাদের অর্থনৈতিক উতকর্ষতা বিশ্বব্যাপী সমাদৃত, এক সময় উন্নত বিশ্বের যে দেশগুলো প্রভু রাষ্ট্রের মত আচরণ করত, এখন তাঁরা বন্ধুর মত আচরণ করে। তাই বিদেশী বিনিয়োগের আগে আমাদের দেখতে হবে ঐ সেক্টরে আমাদের জনগণ , দেশ কতটুকু লাভবান হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে এখন আমাদের দুর্বল সেক্টরগুলো চিহ্নত করতে হবে, এবং সেই সব খাতে আমাদের অধিক হারে বিনিয়োগ আহ্বান করতে হবে। আমাদের জনশক্তি, জনসম্পদ এবং অর্থনৈতিক উতকর্ষতার কারণে এখন আমাদের বিদেশীদের উপর নির্ভর করতে হবে না, তাঁরা এমনিতেই বিনিয়োগের জন্য প্রস্তুত , আমাদের জাস্ট বেরিয়ার গুলো রিমুভ করতে হবে। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়নের ধারা তৈরি হয়েছে তা সম্মিলিত ভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।“
এ সময়ে বিশেষ অতিথির বক্তব্যে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর নির্বাহী চেয়ারম্যান জনাব দুলাল কৃষ্ণ সাহা বিডা কে ধন্যবাদ জানিয়ে বলেন, “ এমন একটা সময় ছিল, যখন মানুষ ভিশন -২০২০, ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু তৈরির কথা শুনে হাসতো, কিন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আলো দেখিয়েছেন, এবং তাঁর দৃঢ় নেতৃত্বে তা বাস্তবায়ন করে আমাদের সাহজ যুগিয়েছেন। মধ্য আয় থেকে এখন আমাদের যাত্রা উন্নত বিশ্বের দিকে, ২০৩১ সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছি, এবং সেই স্বপ্ন পূরণ করতে হলে বিনিয়োগের পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, প্রতি বছর আমাদের নতুন ২২ লক্ষ তরুণ শ্রমশক্তিতে যোগ হয়, আমাদের উচিত তাঁদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা। তাই আমাদের স্মলিত ভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই নূর মোহাম্মদ পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও সুশ্চিমিতা পবিত্র শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন। এ সময়ে উম্মে রুমানা তোয়ার (উপ পরিচালক, বিডা ) উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জনাব অভিজিৎ চৌধুরী (নির্বাহী সদস্য, বিডা), এসময়ে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন মোঃ জিয়াউল হক (মহা পরিচালক, বিডা), মোঃ আরিফুল হক (পরিচালক, বিডা), মহুয়া শারমিন ফাতেমা (সিনিয়র সহকারী সচিব, বিডা), সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন (সহকারী পরিচালক, বিডা), শিকদার দিদারুল হক, আব্দুল হাকিম গাজী প্রমুখ। আলোচনা সভায় বিডা’র সর্বস্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।